Bayannobarta.net

Bayannobarta.net

Bayannobarta.net

Bayannobarta.net

টিকটক ও লাইকি সেলিব্রেটি ”অপু” গ্রেফতার

টিকটক ও লাইকি সেলিব্রেটি ”অপু” গ্রেফতার

নাম তার ইয়াসীন আরাফাত অপু। টিকটক ও লাইকি অ্যাপস্ দুটিতে “অপু বাই” নামে পরিচিত। পথচারী কে মারধরের কারনে উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

গত ২ আগষ্ট রাতে অপু বেশ কয়েকজন সাঙ্গ পাঙ্গরা উত্তরা ৮ নম্বর সেক্টরের পাবলিক কলেজের সামনে টিকটক ভিডিও বানাচ্ছিলেন। তাদের জমায়েতের কারণে গলির রাস্তা বন্ধ হয়ে যায়।

জানা যায় প্রকৌশলী মেহেদি হাসান রবিন তার নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিল, সাথে ২-৩ বন্ধুও ছিল। রাস্তা অবরোধ করে কথিত ‘অপু ভাই’য়ের গ্যাং উচ্ছৃঙ্খলতা করছিল। রবিন রাস্তা আটকানো দেখে হর্ণ বাজায়। হর্ণ বাজানোর পর উচ্ছৃঙ্খল ছেলেগুলো স্লেজিং করতে থাকে, অশালিন কথা বলতে থাকে। রবিন আর তার বন্ধুরা গাড়ি থেকে নেমে গাড়ি যাওয়ার জন্য সাইড দিতে বলে। যাষ্ট কেন গাড়ির হর্ণ বাজালো আর তাদেরকে রাস্তা ছাড়তে বললো! তাই এলোপাথাড়ি গায়ে হাত তুলে তাদের শক্তি প্রদর্শন করে।

এতে করে রবিন এবং বাকি দুইজন গুরুতর আহত হয়। কথিত অপু ভাই ভাষণ দিচ্ছিল ৫০-৬০ টা ছেলেপেলের সামনে, তারা রাস্তা ছাড়বে না। কেন ‘অপু ভাই’য়ের ভাষণে ডিস্টার্ব করলো! পুরা দেশ নাকি ‘অপু ভাই চালায়। ‘অপু ভাই’ ডাক দিলে ৪০০-৫০০ পোলাপাইন চইলা আসবে। এই ঠুনকো কারণে তারা পশুসুলভ হয়ে উঠলো। ঘটনাটা ঘটলো উত্তরা ৮ নাম্বার সেক্টর পাবলিক কলেজের সামনে।

এই ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা করেন ভুক্তভোগী। পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করেন। প্রাথমিক সিজ্ঞাসাবাদে অপরাধের দায় স্বীকার করেন অপু। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। ইয়াসীন আরাফাত অপু টিকটক অপু নামে পরিচিত। টিকটকে তার বিপুলসংখ্যক ফলোয়ার রয়েছে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল বলেন, টিকটক অপু ও সাঙ্গ পাঙ্গরা কিশোর গ্যাং হিসেবে আত্নপ্রকাশের চেষ্টা চালাচ্ছিলেন। তারা মাদক বা অন্য কোন অপরাধে সম্পৃক্ত কি না খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )