প্রিয়া তুমি
প্রিয়া তুমি, খোলা আকাশে উড়ন্ত ওইচিল,
বাঁশের ঝাঁড়ে জোনাকপরীর আলো ছায়ার মিল।
প্রিয়া তুমি, ভরা নদীর মেঘ থই থই পানি,
মনের বনে পুষ্পাসনে সাজানো ফুলদানি।
প্রিয়া তুমি, গ্রীষ্মকালে তমাল তরুর ছায়া,
শিশু পাখির গা ছোঁয়ানো মা পাখিটার মায়া।
প্রিয়া তুমি, শরৎ কালের সাদা কাশের বন,
শালিক পাখির ফড়িং খেলা দোলায় সারাক্ষন।
প্রিয়া তুমি, শীত সকালের মিষ্টি রোদের পাল,
পুকুর পাড়ে ছেলে বেলার ঝাঁপিয়ে পড়ার তাল।
প্রিয়া তুমি, দক্ষিন বনে পূব আকাশের গান,
সাদা বকের পাল তুলে যায়, মায়ের শাঁড়ীখান।
প্রিয়া তুমি, মনের ঘরে রক্তঝরা দিন,
তোমার কোলে মাথা রেখে কে শুধাবে ঋণ।
কে সে প্রিয়া, আমার মনে বাঁধে সুরের বান,
হাজার স্মৃতি সবুজ ঘেরা স্বপ্ন অফুরান।
প্রিয়া আমার মাতৃভূমি সবুজ ঘেরা লাল,
পাহাড়- নদী- শ্যামল ছায়ায় রূপ যে চিরকাল।
বিশ্বজুড়ে রূপের রাণী সবুজ পরিবেশ,
‘লাখো’ শহীদ, রক্তে ভেজা এই তো বাংলাদেশ।
কার্টেসি: গাজী কবির মেহারী