
ঢাকার ঐতিহ্যবাহী বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের অনলাইন বিজনেস ফেস্ট।
বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ ঢাকার একটি সনামধন্য ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। ১৯৭২ সনে মাত্র ১৯৭ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছিলো আমাদের প্রাণের বিদ্যাপীঠ এর পথচলা। আর আজ সেটি হাজারো শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র। শুধু বিদ্যাপীঠই নয়, এটি যেন মাথা উচুঁ করে দাড়িয়ে আছে গৌরবময় স্থপতি হিসেবে রাজধানীর বনানীতে।
কয়েক দশকের ত্যাগ, কঠোর পরিশ্রম এবং উৎসর্গের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটি অর্জন করেছে স্বীকৃতি।
বনানী বিদ্যানিকেতন স্কুল ২০০১ সালে “ঢাকা সিটি কর্পোরেশন এর সেরা ইন্সটিটিউট ” হিসেবে সম্মানিত হয়।
বিবিএন এস সি বিজনেস ক্লাব সম্প্রতি শুরু করেছে তার পথচলা এবং এটি রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ এর প্রথম ব্যবসায়িক বিভাগ এর একটি সংগঠন। আমাদের লক্ষ্য “কর্পোরেট ওয়ার্ল্ড এর জ্ঞান স্বমৃদ্ধ এবং প্রসারিত করা”। বেশির ভাগ ক্ষেত্রেই ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তাদের গ্রুপ বিষয়টি পছন্দ করার কারণে অবহেলিত হন। এমনকি তুচ্ছ তাচ্ছিল্যের, অপমানের স্বীকার ও হন অনেকেই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সবাই একই পাতায় অবস্থানকারী এবং অবিভাজ্য।
আমরা ব্যবসায় শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশে সাহায্য করার জন্য এ ক্লাব টিকে একটি দুর্দান্ত প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে অবিরাম চেষ্টা চালাচ্ছি।
তবে এটি কেবল ব্যবসায়িক শিক্ষার্থীদের জন্য নয়। বরং যেকোনো শিক্ষা বিভাগ থেকে যে কেউ আমাদের এই অগ্রযাত্রায় যোগদান এবং সমর্থন করার জন্য আন্তরিক ভাবে স্বাগত। সকলের ব্যবসায় বিভাগের প্রতি দৃষ্টিকোণ পরিবর্তন করাই হলো আমাদের মূল উদ্দেশ্য তাই আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি ইন্ট্রা ফেস্টের আয়োজন করতে চলেছি। সাম্প্রতিক বিশ্বব্যাপি কোভিড-19 মহামারীর জন্য ঘরবন্ধী অবসর সময়টিকে কাজে লাগানোর ও এটি একটি অন্যতম কার্যকরী মাধ্যম হয়ে দাঁড়াবে বলে আশা করি। তাই BBNSC Business Club একটি ভার্চুয়াল বিজনেস ফেস্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে, যেটির নাম, “বিবিএনএসসি ইন্ট্রা বিজনেস কমব্যাট” (BBNSC Intra Business Combat)।
বিভাগ সমূহঃ
সিনিয়র বিভাগ- (৯ম শ্রেণী – ১০ শ্রেণী)
জুনিয়র বিভাগ- (৬ষ্ঠ শ্রেণী – ৮ম শ্রেণী)
ইভেন্ট সমূহঃ
সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ। (General knowledge based quiz.)
ব্যবসায় জ্ঞান ভিত্তিক কুইজ। (Business knowledge based quiz.)
প্রস্তুতিহীন বক্তৃতা। (Extempore speech)
ছবি প্রদর্শনী। (Photo exhibition.)
অনুচ্ছেদ রচনা। (Article writing.)
বিজ্ঞাপন তৈরি। (Advertisement Making.)
স্ক্র্যাপবুক। ( Scrapbook.)
ক্লাব প্রেসিডেন্ট বলেছেনঃ “আপনাদের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করুন এবং আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের ভবিষ্যত গড়তে সাহায্য করব।”
Facebook page link: https://www.facebook.com/bbnscbusinessclub
Facebook Group Link: www.facebook.com/groups/bbnscbusinessclub
Instagram page Link : www.instagram.com/bbnscbusinessclub