আবারও বিয়ে করলেন সংবাদ পাঠিকা ইভা রহমান

আবারও বিয়ে করলেন সংবাদ পাঠিকা ইভা রহমান

প্রতিবেদক রিটুঃ
এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে এই কণ্ঠশিল্পী সংবাদ পাঠিকা ইভার বিয়ে হয়। বেশ কয়েক বছর ভালই চলছিল সংসার। একপর্যায়ে শুরু হয় দুজনের মধ্যে মনের অমিল। সৃষ্টি হয় নানান জটিলতা। অত:পর উনাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়।

মাহফুজুর রহমানের সাথে পরিচিত হয় এটিএন বাংলা সংবাদ পাঠ করার সূত্র ধরে।  তারপরে দুজনে এক প্রকার সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর দুজনার প্রেম তারপর বিয়ে । উনাদের সংসার সুখের এই ছিল। হাসিখুশি আনন্দময় ছিল হঠাৎ করে ওনাদের সংসারে অশান্তি নেমে আসে।

এক পর্যায়ে দুজন দুজনার প্রতি অতিষ্ট হয়ে উঠে ডিভোর্স  পর্যন্ত হয়ে যায়। ইভা রহমান আবার বিয়ে করেন সোহেল নামে বিশিষ্ট একজন ব্যবসায়ীকে। দুজনের পছন্দ মতোই এই বিয়ে হয় বলে জানা যায়।

মিডিয়াপাড়া বেশ কিছুদিন ধরে ডিভোর্সের ছড়াছড়ির এক জোয়ার বয়ে গেছে। এই বছরের শেষদিকে আবার মিডিয়াপাড়ায় বিয়ের জোয়ার বয়ে আসতেছে কিছুদিন আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করেন।

আজ ইভা রহমান তেমনি একজনকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করেন। আবার ছোটপর্দার অভিনেতা নিলয় বিয়ে করেন গত কিছুদিন হলো। এই বছরটা শুরু হয় ডিভোর্স দিয়ে শেষ হচ্ছে বিয়ের আমেজ দিয়ে।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )